Skip to content

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৩ মার্চ রবিবার খরিদা বাপু পার্কে স্বর্গীয় রাজ দেবী মিশ্রা'র স্মরণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন শিবির ব্যবস্থা করা হয়েছে। সক্রিয় প্রচেষ্টায় লাইন্স ক্লাব অব খড়্গপুর টাউনে এবং মেদিনীপুর রোটারী আই হসপিটালের সহযোগিতায় অষ্টম বর্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ১৫০ জন চক্ষু পরীক্ষা হয়। অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা শাসক পাতিল যোগেস অশোক রাও, খড়গপুর পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কাউন্সিলর প্রদীপ সরকার, খড়গপুর পৌরসভার সিআইসি তথা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি.বাসন্তী, বানটা মুরলি, বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগুপ্ত,দেবাশীষ চৌধুরী(মুনমুন) ,সমীর গুহ, সনু সিং, হেমা চৌবে, রোকেয়া বিবি,অধ্যাপক তপন কুমার পাল, রাহুল শর্মা,শিক্ষাবিদ রুকসানা খাতুন সহ বিশিষ্টজনেরা। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবীকা কল্পনা জোসেফ।

May be an image of ‎12 people, hospital and ‎text that says "‎နနန ុពុ 8 YEARS IN MEMORY OF LATE RAJDEVI MISHRA FREE EYE CHECKUP & EYE OPERATION CAMP IN SCIATION WITH ۔y3 rd 2024 ROTARY Onwards EYE EYE HOSPITAL MIDNAPUR Time LIONS CLUB OF KHARAGPUR PUR TOWN‎"‎‎

Latest