Skip to content

মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে বিনামূল‍্যে টোটো এম্বুলেন্স পরিষেবা চালু হলো !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সাধারণ মানুষ পথ চলতে মাথা যন্ত্রণা হয়ে উঠেছে। সেই সময় ব্যাটারি টোটো এম্বুলেন্স বিনামূল‍্যে পরিষেবা চালু করেন। বিশিষ্ট সমাজসেবী শ্রী বজরংলাল আগরওয়াল মহাশয়ের সহায়তায় এবং সবুজ সংগ্রামী সংঘ ও ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা বৃন্দের উদ্যোগে এই প্রথম মেদিনীপুর শহরে ব‍্যাটারি টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা রবিবার সন্ধ্যায় ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে নৃত্য পরিবেশন করেন রতি মাহাতো । নতুন এই পরিষেবা চালু হওয়ায় মনে করা হচ্ছে মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মানুষ দেরকে মেদিনীপুর মেডিকেল কলেজেও হাসপাতাল এছাড়া নাসিং হোমে ভর্তি করতে সুবিধা হবে। মেদিনীপুর শহরের পৌরসভার এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করাতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব‍্যাটারী টোটো অ্যাম্বুলেন্স।মুমুর্ষু রোগীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং শহরের নাসিং হোমে গুলোতে পৌঁছে দেবে অতি দ্রুতে। কাউন্সিলার মৌ রায় বলেন শুধু পাঁচ নম্বর ওয়ার্ডে নয়, মেদিনীপুর শহরে কারো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরিষেবা দেওয়া হবে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরংলাল আগারওয়াল ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়, পৌরপ্রধান সৌমেন খান, ডাক্তার বি,বি মন্ডল, ডাক্তার কৃপা সিন্ধু গাঁতাইত সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।

Latest