Skip to content

শুক্রবার সকাল থেকে নতুন করে বিকাশ ভবনের সামনে উত্তেজনা দেখা দিয়েছে!

নিজস্ব সংবাদদাতা : রাতভর বিকাশভবনের সামনে বিক্ষোভ-অবস্থান করেছিলেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা । তবে শুক্রবার ১৬ই মে সকাল নতুন করে বিকাশ ভবনের সামনে উত্তেজনা দেখা দিয়েছে। ব্যাপক পরিমাণে পুলিশ বিকাশ ভবনের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে। প্রথমে বিকাশ ভবনের সামনে গার্ডরেল দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা সেই গার্ডরেল উপড়ে ফেলে দেন। যার ফলে এখন পুলিশ ও ব়্যাফ মানববন্ধন করে বিকাশ ভবনের সামনে পাহারায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনে আটকে থাকা সরকারি কর্মচারীদের বার করতে পুলিশ গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন শিক্ষকেরা। এর জেরে বহু শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ। রাতে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়েন শিক্ষকেরা। তাঁদের একাংশের অভিযোগ, রাতে বাইকবাহিনী ওই রাস্তায় টহল দিয়েছে। শুক্রবার সকাল থেকে এর প্রতিবাদে সরব হন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।

Latest