পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : এবার, আইআইটি খড়্গপুর চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন প্রতিষ্ঠানেরই একদল প্রাক্তনী! তাঁদের গড়া 'z21 Ventures' সংস্থা ২২ নভেম্বর শুক্রবার MOU(Memorandum of Understanding) Sign করলো আইআইটি খড়্গপুর সঙ্গে। প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের নতুন স্টার্টআপ কোম্পানি খোলার ক্ষেত্রে সঠিক দিশা দেখানো তথা আর্থিক বিনিয়োগ এবং পরামর্শ দানার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুক্রবার আইআইটি খড়্গপুরে কর্তৃপক্ষের সঙ্গে z21 Ventures কোম্পানির একটি মউ স্বাক্ষরিতও হয়। প্রাক্তনীরা তথা z21 Ventures-র প্রতিষ্ঠাতারা বলেন, "ইতিমধ্যে আমরা দেশ-বিদেশি ৩১টি সংস্থায় বিনিয়োগ করেছি। আইআইটি খড়গপুরের স্থান আমাদের হৃদয়ে। তাই, এখানকার পড়ুয়াদের একটা দিশা দেখানোর লক্ষ্যেই আমরা এসেছি।”, প্রতিষ্ঠানের যে কোনও পড়ুয়া, প্রাক্তনী কিংবা এই ধরনের স্টার্টআপ কোম্পানি গড়তে উৎসাহীদের সাহায্য করতে প্রস্তুত । উৎসাহীদের আর্থিক সহায়তা বা সরাসরি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের পরামর্শ দান এবং বিশ্বজুড়ে (ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশে) তাঁদের ব্যবসার প্রসার ও প্রচারের ক্ষেত্রে সাহায্য তথা মার্কেটি- প্রভৃতি সবকিছুই করবে z21 Ventures। যাতে আইআইটি'র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিভাবান পড়ুয়ারা স্টার্টআপ কোম্পানি গড়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন এবং অনেক ছেলেমেয়ের কর্মসংস্থান হয়; সেজন্যই তাঁদের এই উদ্যোগ বলে শুক্রবার জানিয়েছেন কোম্পানির এর অন্যতম দুই প্রতিষ্ঠাতা যথাক্রমে জ্যোতিকা গুপ্তা এবং রাজশেখর সিং। আপাতত ১০টি দলকে নিয়ে, ১০টি স্টার্টআপ কোম্পানির জন্য আড়াই কোটি (2.5 কোটি) টাকা বিনিয়োগ করবেন তাঁরা। প্রতিটি স্টার্টআপ কোম্পানিকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা। সেই সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ দান থেকে সমস্ত ধরনের সহায়তা করবে z21 Ventures। খড়্গপুর আইআইটি তাঁদের প্রাণের প্রতিষ্ঠান; তাই নিজেরা স্টার্টআপ কোম্পানি খুলে সফল হওয়ার পর এখানকার অন্যান্য পড়ুয়ারাও যাতে স্টার্টআপ কোম্পানি বা বড় বড় কোম্পানি খুলে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই তাঁরা MoU স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন জ্যোতিকা, রাজশেখররা। ভবিষ্যতে দেশের অন্যান্য আইআইটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়াদের সহায়তা করাও তাঁদের লক্ষ্য বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন তাঁরা।