নিজস্ব সংবাদদাতা : বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রথমে ৫০ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। পরে রাজ্যের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি তাতে আপত্তি জানান। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত জানায়, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে।এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বকেয়া ডিএ-র বাকিটা মেটানোর বিষয় নির্ভর করবে মামলার গতিপ্রকৃতির ওপর। আজকে রাজ্যের উদ্দেশে ২৫ ডিএ মেটানো নিয়ে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, 'এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই।' জানা গিয়েছে, অগস্ট মাসে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।