Skip to content

ফুটবল মাঠে তন্ত্র-মন্ত্রের খেলা! জয় পেতে সাধনা করছে ক্লাবরা?

1 min read

নিজস্ব সংবাদদাতা: ফুটবল মাঠে তন্ত্র-মন্ত্রের এবং ম্যাচ জেতার জন্য তন্ত্র মন্ত্র এর সাহায্য। শুনে অবাক হলেন তো ! হলেও এরম নাকি ঘটছে বলে দাবি করছে কিছু কিছু ক্লাব সংগঠন। কুসংস্কার নাকি বাস্তবেও হয় এই সব? যদিও কারা আছে এই সাধনার? পেছনে তাও অজানা। পশ্চিম মেদিনীপুরের মাঠে ফুটবলের উত্তাপ এখন শুধু মাঠেই সীমাবদ্ধ নয়—ছড়িয়ে পড়েছে আধ্যাত্মিক জগতেও! স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক কিছু ফুটবল ম্যাচে জয় পেতে তন্ত্র-মন্ত্র ও নানা অলৌকিক সাধনার আশ্রয় নিচ্ছে কিছু ক্লাব সংগঠন। শুনতে অবিশ্বাস্য হলেও, বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ডের গুঞ্জন ছড়িয়েছে। কেউ বলছে, “ম্যাচের আগে দলপতির নামে হোমযজ্ঞ হচ্ছে,” আবার কেউ বলছে, “গোলকিপারের গ্লাভসে তাবিজ বাঁধা হচ্ছে!”—এসবই যেন মাঠের বাইরের এক অদ্ভুত প্রতিযোগিতা। SB ইলেভেন কর্মকর্তা আবীর আগরওয়াল দাবি, “সবই মনোবলের জন্য করা হয়, তন্ত্র নয়!” অন্যদিকে, কয়েকজন প্রতিদ্বন্দ্বী ক্লাব সদস্য বলছেন, “এইসব কুসংস্কার দিয়ে খেলায় প্রভাব ফেলার চেষ্টা চলছে।”খেলাধুলার সঙ্গে যুক্ত প্রবীণ কোচদের মতে, এমন আচরণ কুসংস্কার ছাড়া কিছু নয়। তাঁদের বক্তব্য, “মাঠে জেতার জন্য দরকার অনুশীলন, মন্ত্র নয়।”যদিও কে বা কারা এই তন্ত্রসাধনায় যুক্ত, তা এখনও রহস্যে ঢাকা। স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সরাসরি কোনো অভিযোগ পায়নি, তবে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।খেলার মাঠে যদি বিশ্বাস আর বিজ্ঞানের লড়াই শুরু হয়, তাহলে খেলাধুলার আসল সৌন্দর্যই ম্লান হয়ে যাবে—এমনটাই মনে করছে সাধারণ মানুষ।

Latest