নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বর্ষা। আর বর্ষার ভারী বৃষ্টিতেই এবার কেদারনাথে বিপর্যয়। ভারী বর্ষণে ভূমি ধস নামল কেদারনাথে। রবিবার পাহাড় বেয়ে আচমকাই তুষারধস নামে। বিশাল বিশাল পাথরের চাঁই গড়িয়ে পড়তে থাকে গান্ধী সরোবরে।তবে ঘটনায় কোনো আহতের খবর মেলেনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দিরের পিছন দিকে বড় বড় পাথর ধসের সঙ্গে পড়ছিল গান্ধী সরোবরে। উল্লেখ্য, এর আগেও উত্তরাখণ্ডে তুষারধসের ছবি ধরা পড়েছে চলতি মাসে। জানা গিয়েছে, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধিই হিমালয় পার্বত্য অঞ্চলে বারবার তুষারধসের কারণ হয়ে উঠেছে।