Skip to content

দরকারে আর একবার জন্ম নেব - ভোট প্রচারে বললেন দেব!

নিজস্ব সংবাদদাতা : প্রচার শুরু করেছেন "দীপক অধিকারী" দেব। নিজের লোকসভা ঘাটালে আবারও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর প্রচারে এসেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সওয়াল করলেন দেব। বললেন, “আর একবার জন্ম নিতে হয় নেব। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব।”ঘাটালের বাসিন্দা বরুণ ঘোষ বলছেন, কে রাজনীতি করছে কী করছে ওসব আমরা জানি না। আমরা ঘাটালের বাসিন্দা। আমরা চাই, ঘাটাল মাস্টার প্ল্যান হোক। ওটা হলে আমরা জল যন্ত্রণা থেকে মুক্তি পাব। দাসপুরের বাসিন্দা সন্তু বেরা বলছেন, “আমরা চাই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি না করে, উভয় মিলে ঘাটাল মাস্টার প্যান্ট রূপায়ন করুক দ্রুত।”ঘাটালের দুই বারের সাংসদ এ বার জয়ী হলেই হ্যাটট্রিক করবেন। তবে ভোটপ্রচারে এসে দেবের ঘোষণা, ‘‘যদি মনে হয়, আমি ১০ বছরে সাংসদ হিসাবে কাজ করেছি, তা হলে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে আগামী ২৫ মে।’’ তৃণমূলের বিদায়ী সাংসদের মন্তব্য, ‘‘দাসপুরের মানুষকে রাজনীতি শেখাতে হবে না। আপনারা বোঝেন সেটা। যদি মনে হয়, কাজ করেছি আপনারাই ঠিক করবেন।’’

May be an image of 1 person, crowd and text

Latest