Skip to content

ভোটে জিতেই গাছ লাগানোর আশ্বাস দেবের, বললেন, 'যত ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাব বর্ষার আগেই!

নিজস্ব সংবাদদাতা : দেবের হ্যাট্রিক! তৃতীয়বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হলেন তিনি। তবে এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান আরও বেড়েছে। আগেরবারের তুলনায় প্রায় পৌনে এক লাখ ভোটের মার্জিনে জিতেছেন তিনি। প্রথম থেকেই তাঁর এবং হিরণ চট্টোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে গোটা রাজ্য। তবে শেষ পর্যন্ত জয়ী হলেন দেবই। ঘাটাল থেকে পর পর তিন বার জিতলেন দেব। তিনি মোট ভোট পেয়েছেন ৮৪১১৯৫টি। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার ভোটে।তৃণমূল সূত্রে খবর, দেবের জয়ের পর ঘাটালের নানা জায়গায় আকাশমণি, শাল, সেগুনের মতো গাছ যেমন লাগানো হবে, তেমনই রয়েছে আম, কাঁঠাল, জাম গাছও। সেই অনুযায়ী নার্সারিগুলিতে বরাত দিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হলেই নিজের হাতে গাছ লাগানোর কাজ শুরু করবেন স্বয়ং দেব।

প্রসঙ্গত,এবার যখন তিনি মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলে। তখনই তিনি জানিয়েছিলেন যে তিনি এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে। সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন 'আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।' তিনি এদিন আরও জানান ঘাটাল মাস্টারপ্ল্যান তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলেও, এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন যে তিনি নোট করে রেখেছেন। সেগুলোও তিনি ধীরে ধীরে সমাধান করবেন।

Latest