পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বিকেলে রোড-শো করার আগে দাসপুরে ক্ষতিগ্রস্ত ধূপ কারখানা পরিদর্শন করে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ৷ দিলেন পাশে থাকার আশ্বাস ৷ কারখানার শ্রমিকদের অভাব-অভিযোগের কথা শুনলেন মাটিতে বসে।আগুন-পরিস্থিতি খতিয়ে দেখে দেব বলেন, ‘‘যখন থেকে আমি এই আগুন লাগার খবর পেয়েছি, দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম। কী ভাবে আগুন লাগল, তার তদন্ত হবে। কারখানা যাতে দ্রুত শুরু হতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে। যত দিন না কারখানা চালানো যাচ্ছে, ছ’মাস পর্যন্ত এই কারখানার শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। মার্চ মাস থেকেই তা চালু হবে। আমাদের লক্ষ্য কারখানা দ্রুত চালু করা এবং যাঁরা এর উপর নির্ভর করে আছেন, তাঁদের মুখে হাসি ফোটানো।