পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : "আমার রক্তে যদি সহযোগিতা করে- মুমূর্ষ রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবোনা স্বেচ্ছায় রক্তদান?” তা-ও শুধু মহিলাদের নিয়ে। সোমবার এমনই কর্মসূচি নেয় মেদিনীপুর পশ্চিম জেলা পরিষদের ঘাটাল পঞ্চায়েত সমিতির দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতে নেতাজী বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি। সহযোগিতায় ছিল ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্ক। ফোরামের তরফে জানানো হয়েছে, রক্তদানে মহিলাদের যোগদান বাড়ানোর লক্ষ্যেই তাঁদের এই ধরনের শিবিরের পরিকল্পনা। শিবিরটি হয় ঘাটাল পঞ্চায়েত সমিতির দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতে ঘোলসাই ত্রাণ শিবিরে। সম্প্রতি মহিলাদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতে ফোরাম আলোচনাসভা ও সচেতনতা শিবিরের আয়োজন করে। মোট ১০৫ জন রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,পঞ্চানন মন্ডল,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর, জেলা পরিষদ সদস্য শংকর দলুই,কৃষি কর্মাধ্যক্ষ প্রশান্ত বৈরী,দিলীপ মাজি সহ অন্যান্যরা। সেখানে উপস্থিত মহিলারা জানিয়েছেন, তাঁরা অনেকেই রক্তদান করতে চান। কিন্তু পুরুষদের সঙ্গে একই শিবিরে রক্তদান করাটা অনেক ক্ষেত্রেই তাঁদের জন্য অসুবিধার, তা-ও জানান অনেকে। সেই সময়েই শুধু মহিলাদের নিয়ে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা মাথায় আসে উদ্যোক্তাদের।