পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় হানা দিল টাস্ক ফোর্স।শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই ঘাটাল শহরের প্রগতি বাজার এবং কুঠিবাজারে প্রশাসন হানা দেয়। ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস।জেলা কৃষি বিপণন দপ্তরের আধিকারিক, লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর সহ অন্যান্যরা ছিলেন।মহকুমা শাসক বলেন, দাম বেশি নিলে কড়া পদক্ষেপ নেয়া হবে। এই ধরনের অভিযান চলবে এবং আশা করা যাচ্ছে দাম আয়ত্তের মধ্যে এসে যাবে বলে মহকুমা শাসক জানিয়েছেন।
কিছু অবৈধ ওজন যন্ত্র সিজ করা হয়েছে। ওই ওজন যন্ত্র গুলির রিন্যুয়াল করা ছিল না।পাইকারি বাজারেও অভিযান হয় । পাইকারি ও খুচরো দামের পার্থক্য যাচাই করে দেখা হয়। সব্জি মাছ ফলের দাম খতিয়ে দেখা হয়। মহকুমা শাসক আরো বলেন ,বিক্রেতাদের সতর্ক করা হয়েছে যাতে চলতি বাজার মূল্যের থেকে বেশি দাম যেন কেউ না নেয়।ওজন যন্ত্রের সার্টিফিকেট দোকানের সামনে ডিসপ্লে করার নির্দেশ দেওয়া হয়।এই ধরনের অভিযান ব্লক সহ অন্যান্য বাজারগুলিতে চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকেরা। বাজার করতে আসা মানুষজনের একাংশের দাবি, নজরদারির পর কমেছে আনাজের দাম।