Skip to content

ঘাটালে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে,আহত বেশ কয়েক জন !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘাটালের রথীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত একাধিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রথীপুর এলাকায়। জানা যায় শালবনী থেকে একটি যাত্রীবাহী বাস কলকাতার দিকে যাওয়ার সময় হঠাৎ করে ঘাটালের রথীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙ্গে নিয়ে উল্টে যায়। ঘটনায় কমবেশি আহত হয় বাসের মধ্যে থাকা প্রায় ৪০ জন যাত্রী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনী, স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের সহায়তায় বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে, ইতিমধ্যে দুই শিশুসহ ঘাটাল মহকুমা হাসপাতালে প্রায় ১৪ জন বাসযাত্রী চিকিৎসাধীন, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কি কারনে এই দুর্ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ঘাটাল পুলিশ তদন্তে নেমেছে।

Latest