নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঝাড়গ্রাম জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকারের অর্থ বিষয়ক কমিটি ৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে ঝাড়গ্রাম জেলার জন্য একটি জওহর নবোদয় বিদ্যালয় (JNV) অনুমোদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে, বিদ্যালয়টির ভবন নির্মাণকাজ এখনও শুরু হয়নি। বুধবার জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলাশাসক মহাশয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, যাতে অবিলম্বে বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়।জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন,“ঝাড়গ্রাম জেলার মতো একটি পিছিয়ে পড়া, আদিবাসী অধ্যুষিত অঞ্চলের দরিদ্র ও গ্রামীণ ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত আবাসিক শিক্ষার সুযোগ অত্যন্ত জরুরি। নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, নির্মাণকাজ চলাকালীন এবং ভবিষ্যতেও বহু স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যালয় নির্মাণে অযথা বিলম্ব হলে মেধাবী গ্রামীণ ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে। জঙ্গলমহল স্বরাজ মোর্চা আশাবাদী, জেলা প্রশাসন তথা রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঝাড়গ্রামে অনুমোদিত জওহর নবোদয় বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করবে।