Skip to content

বন্যায় ভেসে যাচ্ছে মানালি, ‘গো ব্যাক’ স্লোগানে বিপর্যস্ত সাংসদ কঙ্গনা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মানালিতে ভয়াবহ বন্যার জেরে কার্যত ভেঙে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। ক্ষতিগ্রস্ত রাস্তা, ভাঙা সেতু আর ঘরছাড়া বহু মানুষ—এই পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মানালির বন্যা বিধ্বস্ত ঘটনাস্থলে পৌঁছন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়লেন মাণ্ডির তারকা সাংসদ কঙ্গনা রানাউত। স্থানীয় মানুষের একাংশ সরাসরি তাঁকে ঘিরে তোলেন “গো ব্যাক” স্লোগান। স্থানীয়দের অভিযোগ, ‘সাংসদ অনেক দেরিতে এসেছেন।’ কারও বা কটুক্তি, ‘এতদিন কোথায় ছিলেন?’ বিক্ষোভের মুখে পড়ে সাংসদ কঙ্গনাকে স্পষ্টতই ভেঙে পড়তে দেখা যায়। সাংবাদিকদের সামনে তিনি আবেগপ্রবণ হয়ে ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কথা তুলে বলেন, “আমার রেস্তরাঁয় গতকালই মাত্র ৫০ টাকা আয় হয়েছে। যে রেস্তরাঁর কর্মীদের পারিশ্রমিক হিসেবেই শুধু ১৫ লক্ষ টাকা খরচ হয় আমার, সেখানে একদিনের আয় মোটে ৫০ টাকা! আমার কষ্টটাও ভেবে দেখুন আপনারা। আমিও তো হিমাচলী। একা মহিলা। দয়া করে আমাকে আক্রমণ করবেন না।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে কঙ্গনার সফর যে বিতর্কের আবহ তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মানালির পরিস্থিতি এখনও কার্যত সংকটজনক। আগামী দিনগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং সেতু-রাস্তা মেরামতির কাজই প্রশাসনের বড় চ্যালেঞ্জ হতে চলেছে। বন্যাবিধ্বস্ত মানুষের ক্ষোভের মুখে সাংসদের অসহায় কণ্ঠস্বর—এই মুহূর্তে রাজনৈতিক মহলেও তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

0:00
/1:12

Latest