নিজস্ব সংবাদদাতা : ১২ মে থেকে কেরালায় সর্বাধিক সংখ্যক নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে, যেখানে ৬৯ জন নতুন আক্রান্ত হয়েছেন, এরপর রয়েছে মহারাষ্ট্র (৪৪) এবং তামিলনাড়ু (৩৪)। নতুন আক্রান্তের খবর পাওয়া অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে কর্ণাটক (৮), গুজরাট (৬), দিল্লি (৩) এবং হরিয়ানা, রাজস্থান এবং সিকিমে একটি করে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। ১২ মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪। হংকং, সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি গত কয়েকদিনে নতুন করে ভয় ধরিয়েছে সকলের মধ্যে। উল্লেখ্য, কেবল সিঙ্গাপুরেই, ২০২৫ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে ১৪,০০০-এরও বেশি হয়েছে।শুধু সিঙ্গাপুর নয়, হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে হংকং, চিনে।