নিজস্ব সংবাদদাতা : শুক্রবার উত্তরপ্রদেশের বালিয়ার সরকারি হাসপাতালে ঘটল অবাক ঘটনা। ফুটে উঠল স্বাস্থ্য ব্যবস্থার অকেজ রূপ। রুগীর চিকিৎসা হল মোমবাতির আলো আর টর্চ লাইট জ্বেলে। অন্ধকারে ডুবে গেল গোটা হাসপাতাল। এমনকি বন্ধ হাসপাতালের জেনারেটরও। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। বিষয়টি সম্পর্কে হাসপাতালের সুপার এসকে যাদব জানিয়েছেন,"জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সারাইয়ের চেষ্টা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে বাধ্য হয়েই টর্চ লাইট জ্বেলে চিকিৎসা করেন চিকিৎসকেরা। হয়তো সেই সময় কেউ ভিডিয়ো করেছিলেন।’’ ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। কেন হাসপাতালের জরুরি বিভাগে বিকল্প ব্যবস্থা থাকবে না? তা নিয়েও কথা ওঠে। যদিও এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মতে নিজের সম্মান রক্ষা করে জরুরি বিভাগের জন্য ‘ইনভার্টারের’ ব্যবস্থা করে।
অন্ধকারে ডুবল উত্তরপ্রদেশের সরকারি হাসপাতাল,মোমবাতি-টর্চ লাইট জ্বেলে চিকিৎসা!
