নিজস্ব সংবাদদাতা : সাইক্লোন ‘ফেনজল’ শিথিল হয়ে গভীর নিম্নচাপে পরিণত। সেই গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তামিলনাড়ু এবং পুদুচেরিতে। বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকার মানুষ। জানা যায়, জলমগ্ন তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। বহু গ্রাম জলের তলায়। তারই মধ্যে তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে একটি বাড়ির উপর। এক পরিবারের সাত জন আটকে পড়েন। পর দিন সকালে চার জনের দেহ উদ্ধার হয়। বাকি দেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ বিভিন্ন উদ্ধারকারী দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্যোগ পরিস্থিতি কেন্দ্রের কাছে ২০০০ কোটি টাকা সাহায্যও চেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই রকম ছবি পুদুচেরিতেও। ভয়াবহ প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বহু এলাকা জুড়ে। বন্ধ স্কুল,-কলেজ হয়রানির শিকার হতে হচ্ছে পড়ুয়া থেকে নিত্য নৈমিত্তিক কর্মজীবি মানুষদের।