পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: আজ ৬ই অক্টোবর'২৪, অধ্যাপক সংহতি মঞ্চের পূর্ব, পশ্চিম ও ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বন্যাদুর্গত ত্রিলোচনপুর গ্রামে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে ত্রাণ বিলি করা হয়। বন্যাদুর্গত গ্রামের ১০০টি পরিবারের হাতে আটা, তেল, ডাল, সুজি, দুধের প্যাকেট, সফেদ, মশলা, ফিনাইল, ডেটল প্রভৃতি তুলে দেওয়া হয়। ত্রাণবিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক বাসুদেব ধাড়া, সোমনাথ দে, মঙ্গল নায়ক,জয়ন্ত মূর্মু, শুকদেব কুইল্যা এবং অধ্যাপিকা সুদীপ্ত মাহাতো। এছাড়াও ত্রান সামগ্রী বিতরনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এবং স্থানীয় শিক্ষক দীপঙ্কর মাইতি।