Skip to content

বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলের মান্ডি! জারি লাল সতর্কতা,প্রায় ৯ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ!

নিজস্ব সংবাদদাতা : বিগত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত হিমাচলে। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা এবং ধসও নেমেছে বিভিন্ন জায়গায়।

ভয়াবহ অবস্থা হিমাচলের মান্ডির । অবিরাম বৃষ্টিতে হড়পার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। যে কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কারণে মান্ডিতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৯ জন বন্যায় ভেসে গিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন। তবে ৯৯ জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে দশটি বাড়ি এবং বারোটি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত মান্ডির কারসোগ, সেরাজ, ধরমপুর এলাকায় বিপর্যস্ত জনজীবন। এদিকে, বিয়াস নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। মঙ্গলবারও মান্ডিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ৬১৪টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ১৩০টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। আগামী ৬ জুলাই পর্যন্ত রাজ্যে এই পরিস্থিতি চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Latest