হাওড়া অভিজিৎ হাজরা : গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের রসপুর হাই স্কুল ফুটবল মাঠ সপ্তাহব্যাপী হাজার হাজার মানুষের কলতানে মুখরিত হয়ে উঠেছে।গ্ৰামের অগ্ৰগতি সংগঠনের ব্যবস্থাপনায় দামোদর নদের তীরে " দামোদর মেলা " - র শুভ উদ্বোধন করেন কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা ঐ অসামরিক প্রতিরক্ষা দফতর এর মন্ত্রী জাভেদ আহমেদ খাঁ, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিকিৎসক নির্মল মাজি, অভিনেত্রী রাজশ্রী ভৌমিক, বিশিষ্ট ফুটবলার অলোক দাস সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে ৩৩ তম " দামোদর মেলা " স্মারক গ্ৰন্থ প্রকাশ হয় ধারাবাহিক ঐতিহ্যকে বজায় রেখে এবারের মেলা - র মূল ভাবনা " আমার সোনার বাংলা "।

এই ভাবনা কে সামনে রেখে মেলার মূল সাংস্কৃতিক মঞ্চ কে ঘিরে ২৮ টি প্রদর্শনী মন্ডপের এক একটি মন্ডপের নামকরণ করা হয়েছে বিভিন্ন সবজির নামে। মেলার মূল সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী - র নামে " নচিকেতা মঞ্চ " ।মেলা চলবে ১৩ ই ডিসেম্বর ২০২৫ ।

সপ্তাহব্যাপী দামোদর মেলার অনুষ্ঠান ডালিতে এক একদিন শোভিত শোভিত হচ্ছে শিক্ষামূলক একাংক নাটিকা, সংগীত, বাংলা গানের সম্ভার, নৃত্য, ম্যাজিক,রায়বেঁশে নৃত্য,ছৌ নৃত্য, স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা ও সুস্থ রাখার কৌশল প্রদর্শন (যোগ ও ন্যাচারপ্যাথি )। অনুষ্ঠান ডালিতে আছে রবীন্দ্র - নজরুল নৃত্য,বসে আঁকো,ঢাক বাদ্য, আলপনা, দর্শক ক্যুইজ প্রতিযোগিতা।