Skip to content

হায়দরাবাদে বিস্ফোরণের পরিকল্পনাকারী সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার, বিস্ফোরক উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা :  অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বোমা বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তিরা হায়দ্রাবাদেও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয় এবং কর্মকর্তারা গোপন তথ্য পাওয়ার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কাউন্টার-গোয়েন্দা, পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে মিলে বিজয়নগর থেকে সিরাজ উর রেহমান এবং সেকেন্দ্রাবাদ থেকে সৈয়দ সমীরকে গ্রেপ্তার করে। তারা দুজন আল হিন্দ ইত্তেহাদুল মুসলিমিন (এএইচআই) নামে একটি সংগঠন গঠন করে তাদের কার্যক্রম শুরু করে। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা, সমীর হায়দরাবাদেরই ছেলে। জানা গিয়েছে, এরা দুইজনেরই আইসিস সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। আইসিসের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের।তল্লাশির সময় পুলিশ রেহমানের বাড়ি থেকে অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়াম পাউডার সহ বিস্ফোরক উদ্ধার করেছে। অভিযুক্তরা অনলাইনে বিস্ফোরক তৈরির বিষয়ে শিখত।

Latest