Skip to content

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চল ফ্লোরিডায় আবারও প্রবল ঝড় বৃষ্টি!

নিজস্ব সংবাদদাতা : বুধবার ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্লোরিডায়। আর এই ভয়াবহ বন্যায় ফ্লোরিডা চলে গিয়েছিল জলের তলে। যানবাহন থেকে শুরু করে বহু প্রাণী ভেসে গিয়েছিল এই জলের । ফ্লোরিডায় রয়েছে টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের ম্যাচও। তাই পাক ফ্যানরা এ বার আইসিসির কাছে আর্জি জানাচ্ছেন, বদল হোক বিশ্বকাপের ভেনু।ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে।আসলে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে ১ পয়েন্ট পাবে আমেরিকা। আর তেমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে আমেরিকা। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এরপর পাকিস্তান শেষ ম্যাচ হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না।

Latest