Skip to content

ভোররাতে তীব্র বিস্ফোরণ! কোকরাঝাড়ের রেললাইনে আতঙ্ক, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল পণ্যবাহী ট্রেন...

1 min read

নিজস্ব সংবাদদাতা : অসমের কোকরাঝাড়ে ভোররাতে রেললাইনের উপর ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার রাত প্রায় ১টা নাগাদ সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মাঝপথে ঘটে এই ঘটনাটি। ‘আপ আজারা সুগার’ নামে একটি পণ্যবাহী ট্রেন সেই সময় রেললাইনের উপর দিয়ে যাচ্ছিল। সূত্রে জানা গিয়েছে, হঠাৎই ট্রেনের ম্যানেজার একটি তীব্র ঝাঁকুনি অনুভব করেন। পরিস্থিতি বুঝে তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, লাইনের একাংশে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট — চারিদিকে ছড়িয়ে রয়েছে ধাতব টুকরো ও পুড়ে যাওয়া পাথর।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলপুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড। প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা ঘটেনি, ট্রেনের চালক ও কর্মীরা নিরাপদে রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। অসমে রেললাইনে বিস্ফোরণ নতুন ঘটনা নয়। এর আগে একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকী যাত্রী বোঝাই চলন্ত ট্রেনেও আইইডি বিস্ফোরণ ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালাচ্ছে রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচলে সাময়িকভাবে প্রভাব পড়েছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে রেলপথের নিরাপত্তা নিয়ে।

Latest