Skip to content

IIT খড়্গপুর চার বছরের স্নাতক কোর্স বাংলা ভাষাতে!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  মাতৃভাষা বাংলায় পড়তে পারবে পড়ুয়ারা। আগামী দিনে বাংলা ও বাঙালিকে সম্মান জানিয়ে এক নতুন সিদ্ধান্ত নবনির্বাচিত ডিরেক্টর সুমন চক্রবর্তীর। জাতীয় শিক্ষানীতিকে সম্মান জানিয়ে নতুন এই ঘোষণা ডিরেক্টরের। চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science) ডিগ্রি-টাই করা যাবে বাংলা ভাষাতে! উদ্যোগী আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।শুধু তাই নয়, বাংলাতেই করা যাবে চার বছরের বিএস ডিগ্রি। আর এই সুযোগ শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা যে কোনও শাখার ও যে কোনও বয়সের পড়ুয়ারা পাবেন তা নয়, চাকুরিরত আগ্রহীরাও এই কোর্স করার সুযোগ পাবেন। তবে এই উদ্যোগ মূলত নেওয়া হয়েছে প্রান্তিক ও ইংরেজিতে অপেক্ষাকৃত দুর্বল অথচ মেধাবী পড়ুয়াদের কথা ভেবে।সম্প্রতি আইআইটি খড়্গপুর ও আইআইটি মাদ্রাজের পরিচালকরা যৌথভাবে বাংলায় এই কোর্স করানোর বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে বিশেষভাবে ধরা হয়েছে প্রান্তিক শিক্ষার্থীদের এবং যাঁরা ইংরেজিতে দুর্বল। অধ্যাপক চক্রবর্তী জানিয়েছেন, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিজ্ঞানের কোর্স চালু হলে শিক্ষার্থীরা সহজে বিষয়গুলো বোঝার সুযোগ পাবেন।তিনি আরও বলেন, প্রযুক্তিগত বিষয়গুলি ইংরেজিতেই থাকবে। তবে বাংলায় ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বোঝার সুবিধা নিশ্চিত করা হবে। এতে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী শিক্ষার্থীরাই উপকৃত হবেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর নির্দেশনায় মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।বাংলায় এই কোর্স চালু হলে স্কুল ও কলেজ স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ যথেষ্ট বাড়বে। সায়েন্স বা প্রযুক্তি বিষয়ে আগ্রহী যে কোনও বয়সের শিক্ষার্থী, এমনকি চাকরিজীবীও এই কোর্সে অংশ নিতে পারবেন। আইআইটি মাদ্রাজের CODE-এর মাধ্যমে উল্লেখযোগ্য প্রচারণামূলক উদ্যোগগুলিকে ঘিরে আবর্তিত হয়েছিল, যার মধ্যে রয়েছে বিএস প্রোগ্রাম (ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম), এনপিটিইএল প্লাস এবং স্কুল কানেক্ট। এটি তুলে ধরা হয়েছিল যে শুধুমাত্র ২০২৫ সালের জুলাই সেমিস্টারে, ৩৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী ৯২৫টি এনপিটিইএল কোর্সে ভর্তি হয়েছিল, যার মধ্যে ১১.২ লক্ষ সার্টিফিকেশন পরীক্ষায় অংশ নিয়েছিল।

অধ্যাপক চক্রবর্তী এই মডেলগুলির প্রশংসা করেন এবং আইআইটি খড়গপুরের সহযোগিতামূলক প্রচারণার প্রতিশ্রুতির উপর জোর দেন, বিশেষ করে গ্রামীণ শিক্ষার্থীদের এবং স্থানীয় ভাষা শিক্ষার জন্য। তিনি প্রস্তাব করেন:

১. ভারত এবং বিদেশের বৃহৎ বাংলাভাষী সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে বাংলায় বিএস ডিগ্রি প্রোগ্রাম চালু করা।

২. চিকিৎসা ও আইনের পেশাদারদের জন্য তৈরি ডেটা সায়েন্সে কাস্টম বিএস/ডিপ্লোমা প্রোগ্রাম।
৩. আরও বিস্তৃত অ্যাক্সেসযোগ্যতার জন্য আরও এনপিটিইএল কোর্সের বাংলা এবং ওড়িয়ায় অনুবাদ।

৪. স্কুল থেকে কলেজ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ধারণা ক্যাপসুল কোর্সের উন্নয়ন।

তিনি বাংলায় স্কুল কানেক্ট প্রোগ্রামের সম্ভাবনার উপর আরও জোর দেন, যা ১০ গুণ বেশি স্কুলে এর প্রসার প্রসারিত করতে পারে, যার ফলে মানসম্পন্ন শিক্ষার অ্যাক্সেস গণতন্ত্রীকরণ করা যেতে পারে।

Latest