Skip to content

বর্ষা আসার আগে, ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে !

নিজস্ব সংবাদদাতা : সাধারণত বর্ষাকাল এলেই মশাবাহিত রোগের যথা ম্যালেরিয়া ও ডেঙ্গির হিড়িক বাড়ে। কেরলে বর্ষা এলেও কিন্তু রাজ্যে এখনও ঢোকেনি বর্ষা। তারই মধ্যে উদ্বেগ বাড়চ্ছে রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৭২ জন। সোমবার ডুয়ার্সকন্যায় চা বাগানের ম্যানেজমেন্ট, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জেলাশাসক জানিয়েছেন, আলিপুরদুয়ারে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭২ জন। তার মধ্যে ডুয়ার্সের চা বলয় কালচিনিতে ৫৭ জন। গত বছরের থেকে এবার আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিরাট ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে । আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন,'আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৭২ জন। তার মধ্যে বেশি কালচিনিতে। এখানে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। চা বাগান, গ্রামপঞ্চায়েত, জেলা পরিষদকে সঙ্গে নিয়ে ডেঙ্গি মোকাবিলায় নামা হচ্ছে। সমস্যা রয়েছে কালচিনিতে।” তিনি এও বলেছেন, “এলাকার ড্রেনে জল জমে আছে। সেই জঞ্জাল দ্রুত পরিস্কার করে কালচিনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে রাখা হবে। চা বাগান নিজেরাই সব কিছু মনিটরিং করছে। যাতে জমা জল না থাকে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

Latest