নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ কেরিয়ারে ১৪,১৮১ রান! ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড বিরাট কোহলি এমন এক নাম, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু গত দুই ম্যাচে ব্যাট হাতে যেন চেনা ছন্দ হারিয়ে ফেলেছিলেন তিনি। টানা দুই ইনিংসে রান পাননি, ব্যর্থ হয়েছিলেন আগের দুই ম্যাচে। তাই সিডনিতে নামার সময় চাপটা ছিল প্রবল। অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেই চাপের মধ্যেই এল বিরাটের প্রথম রান—আর সেটিই যেন বিশাল স্বস্তির নিশ্বাস। ইনিংসের শুরুতে একটি সহজ সিঙ্গল নিয়েই দেখা গেল অপর প্রান্তে থাকা রোহিতের দিকে তাকিয়ে কোহলির ‘ফিস্টপাম্প’—যেন শতরান করলেন! মুখে ঝলমলে হাসি, চোখে দৃঢ় আত্মবিশ্বাস। সেই এক রান যেন ফের জাগিয়ে তুলল পুরনো বিরাটকে।এরপর ধীরে ধীরে ছন্দে ফেরেন কোহলি। দুর্দান্ত টাইমিংয়ে মারেন কয়েকটি বাউন্ডারি, রোহিতের সঙ্গে গড়ে তোলেন জমাট পার্টনারশিপ। ব্যাটে-বলে ফিরে আসে পুরনো সেই স্বচ্ছন্দতা, কোহলির ব্যাটে রান না থাকলে ভারতীয় দর্শক মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে—তাই আজ সিডনিতে তাঁর সেই ‘১ রান’-এর মুহূর্তটা যেন কোটি ভক্তের বুক থেকে নামিয়ে দিল ভারী পাথর। রোহিতের ঝড়ো সেঞ্চুরি, কোহলির শান্ত অর্ধশতরান — জয়ের দুয়ারে ভারত। ভারতীয় অধিনায়ক আজ তুললেন তাঁর ৩৩তম ওয়ান ডে শতরান, যা প্রমাণ করছে — ‘হিটম্যান’ নামটা কেবল ডাক নয়, বরং ক্রিকেট ইতিহাসে এক দাপুটে অধ্যায়। রোহিতের ব্যাটে ঝড় উঠেছে মাঠে — চার-ছয়ের ফোয়ারায় গ্যালারি মুখর। অপর প্রান্তে রয়েছেন বিরাট কোহলি, যিনি ইতিমধ্যেই পূর্ণ করেছেন তাঁর ধীর কিন্তু দৃঢ় অর্ধশতরান। দুই অভিজ্ঞ ব্যাটারের পার্টনারশিপে ভারত এগিয়ে যাচ্ছে শক্ত হাতে। তারই সাথে সাথে নিয়ম রক্ষার ম্যাচে ৩৮.৩ ওভারে ম্যাচ জয় ভারতের। সিডনিতে নিজের ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা স্পেল করলেন হর্ষিত রানা। ৮.৪ ওভারে ৩৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন ২২ বছরের তরুণ পেসার। অস্ট্রেলিয়া দল প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩৬ রানে অল আউট হয়।


