নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট কনফার্ম করেছিল ভারত। প্রশ্ন ছিল, রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে? তারই জন্য দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে লড়াইয়ে নেমেছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অবশেষে ৫০ রানে জয় লাভ করে কিউয়িরা। দ্বিতীয় সেমিফাইনালে প্রথম ব্যাট ধরে তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলে। উইলিয়ামসন করেন ৯৪ বলে ১০২ রান। ড্যারেল মিচেল ৩৭ বলে ৪৯ রান। আর শেষ দিকে ২৭ বলে ৪৯ রান গ্লেন ফিলিপসের। মোট ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান করে নিউজিল্যান্ড। অন্যদিকে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা ৭১ বলে ৫৬ রান করে। দক্ষিণ আফ্রিকাকে আশার আলো দেখিয়েছিলেন ডেভিড মিলার। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ। মিলার ৬৭ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। ৩৫২ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান করে সাউথ আফ্রিকা। কিউয়িদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পিনাররা। ক্যাপ্টেন মিচেল স্যান্টনার নেন ৩টি উইকেট। গ্লেন ফিলিপস ২টি, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র ১টি করে উইকেট নেন। ভারত ফাইনালে ওঠায় রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে দুবাইয়ে।