Skip to content

কাজে এল না বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত সেঞ্চুরি!

ভারত : ৩৫৮/৫(৫০)
দক্ষিণ আফ্রিকা : ৩৬২/৬(৪৯.২)

নিজস্ব সংবাদদাতা : এদিন একাধিক রেকর্ড গড়েন বিরাট কোহলি। কিন্তু দিনের শেষে সেই স্বাদ পানসে হয়ে যায়। এই নিয়ে বিরাট টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই।

তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। আরও একটি রেকর্ড হল, বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তাঁর নামে। তাঁর পরে রয়েছেন শচীন তেণ্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাসিম আমলা (২১), এবি ডিভিলিয়ার্স (২১)। এমন দুর্ধর্ষ সেঞ্চুরির পরও ভারত হারল।

Latest