Skip to content

দক্ষিণেশ্বর মা ভবতারিনীর মন্দিরে পূজা ও দর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

নিজস্ব সংবাদাতা : বুধবার ৩০শে জুলাই সন্ধ্যায় মা ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তাঁর সফর ঘিরে নিরাপত্তা ও সাজসজ্জায় ঢেকে গিয়েছিল গোটা মন্দির চত্বর। কালীপুজোর রাতকেও হার মানায় এমন আলোকসজ্জা।

বিকেল ৬টা নাগাদ রাষ্ট্রপতি মন্দিরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা, রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও মন্দিরের কার্যনির্বাহী অছি কুশল চৌধুরী। সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতির কন্যা ইতিশ্রী মুর্মু।গর্ভগৃহে গিয়ে রাষ্ট্রপতি ভবতারিণী মায়ের চরণে পুষ্পার্ঘ্য ও একটি আংটি নিবেদন করেন। এরপর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে করেন মায়ের আরতি।

নাটমন্দিরে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন মন্দির কর্তৃপক্ষ—উপহার হিসেবে তুলে দেওয়া হয় মানপত্র, স্মারক ও মা ভবতারিণীর ছবি। পরে শ্রীরামকৃষ্ণের ঘরেও পুষ্পার্ঘ্য দেন তিনি।মন্দির থেকে যাবার সময় রাষ্ট্রপতি ১৬ জন মহিলা ভক্তের সঙ্গে ছবি তোলেন, যাঁরা শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মন্দির মুখর করেছিলেন।আজ রাতটা তিনি রাজভবনে থাকবেন এবং আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর।

Latest