Skip to content

হামলার জবাব দিয়েছে ভারত,৩৫-৪০ পাক সেনার মৃত্যু, ক্ষতিগ্রস্ত বেশ কিছু সামরিক ঘাঁটি,জানাল তিন বাহিনীর পদস্থ সেনাকর্তারা!

নিজস্ব সংবাদদাতা : রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন ভারতের তিন বাহিনীর পদস্থ সেনাকর্তারা। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী এবং নৌসেনার ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। গত কয়েক দিনের সামরিক অভিযানের তথ্য তুলে ধরেন ওই সাংবাদিক সম্মেলনে। তিন বাহিনীর কর্তারা জানান, বিনা প্ররোচনায় পাক সেনারা হামলা চালিয়েছে। ভারত তাঁর জবাবে সীমান্তে পাক সেনার ৩৫ থেকে ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামাবাদের কাছে চাকলালা ঘাঁটিও। যে কোনও মুহূর্তে করাচিতেও আঘাত করার মতো কৌশলগত অবস্থানে ছিল ভারতীয় নৌসেনা। ‘অপারেশন সিঁদুর’ পরিকল্পনার মূল সামরিক লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, ন’টি জঙ্গিঘাঁটিতে হামলায় ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ইউসূফ আজ়হার, আব্দুল মালিক রাউফ এবং মুদস্‌সর আহমেদ। এই জঙ্গিনিধন অভিযানের সময় যাতে কোনও সাধারণ মানুষের মৃত্যু না-হয়, তার জন্য নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিগুলিকেই বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। সংঘর্ষবিরতিতে সম্মত হওয়া নিয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান,শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে তাঁর কথা হয়। সেখানেই উভয়পক্ষ বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতিতে সম্মত হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান,পাকিস্তানের ডিজিএও-কে রবিবার হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। আজ রাতে কিংবা পরে পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক দিনের এই সংঘাতে ভারতীয় সশস্ত্র বাহিনীরও পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন সেনাকর্তারা।

Latest