অস্ট্রেলিয়া ২৩৬ (৪৬.৪)
ভারত ১২৭/১ (২২) চলছে
নিজস্ব সংবাদদাতা : শুধু তাই নয়, শনিবার সিডনিতে ফিল্ডার হিসাবে একটি নজির গড়েছেন কোহলি। ফিল্ডার হিসাবে মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মাও। সিডনি ম্যাচে জোড়া ক্যাচে বিরাট গড়েছেন একটি নজির। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার হিসাবে (উইকেটরক্ষক নয়) সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড করলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির ক্যাচের সংখ্যা হল ৭৭। তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬টি ক্যাচ ধরেছেন স্মিথ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে।
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৭২টি ক্যাচ। চতুর্থ স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ৭১টি ক্যাচ। তালিকায় পঞ্চম স্থানেও রয়েছেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন ৬৮টি ক্যাচ।