Skip to content

ভারতকে ৫১ রানে হারিয়ে টি-২০ সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : নতুন চণ্ডীগড়ের মুল্লানপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে। প্রথমে ব্যাট করে কুইন্টন ডি’ককের ৯০ রানে ভর করে ৪ উইকেটে প্রোটিয়ারা তোলে ২১৩ রান। ভারতের বোলাররা কোনওভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাই ভয়ানক খারাপ। শুভমান গিল প্রথম বলেই আউট হন। দ্রুত ফিরে যান অভিষেক শর্মা ও সুর্যকুমার যাদবও। তিলক বর্মার (৬২) অর্ধশতক কিছুটা আশা জাগালেও চাপের কাছে হার মানে ভারতীয় ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকার হয়ে অটনিল বার্টম্যান চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ভারতকে ১৬২ রানে থামিয়ে দেন। ফলে ম্যাচটি ৫১ রানের বড় ব্যবধানে জেতে প্রোটিয়ারা। সিরিজ এখন ১-১। তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

Latest