নিজস্ব সংবাদদাতা : ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ৩০শে অক্টোবর বৃহস্পতিবার সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া । এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে জয়লাভ করে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।

আর এই জয়ের পর আবেগে ভাসলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর । সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন তিনি।সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর হরমনপ্রীত আবেগের জোয়ারে ভেসে গেলেন। ভারতীয় সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এই প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দেশকে ফাইনালে তোলার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক আর চোখের জল ধরে রাখতে পারেননি। তারপর হাউমাউ করে কেঁদে ফেলেন জেমিমা।

১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করে ভারতকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন।উচ্ছ্বাস প্রকাশ, সেলিব্রেশন, ফ্যানদের ধন্যবাদ জানানোর সময়ও জেমির চোখের জল বাঁধ মানছিল না। পরে ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় ভারতের তারকা ব্যাটার বলেন, ‘আজ আমার ৫০ বা ১০০-র ব্যাপার ছিল। আজ দিনটা ছিল ভারতকে জেতানোর। আমি জানি যে আমি কয়েকটি সুযোগ পেয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে যে ঈশ্বর আমায় সবকিছু একেবারে সঠিক সময় দিয়েছেন। উনি সেগুলিকে ইচ্ছাশক্তি, প্রবল ইচ্ছাশক্তিতের পরিণত হয়েছে।
 
         
     
    