নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে আবারও শুরু হয়েছে বিতর্কের ঝড়। রবিবার মুখ খুলেছিলেন প্রাক্তন টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। সোমবার সেই তালিকায় যোগ দিলেন করুণ নায়ার ও নবদীপ সাইনি। তিনজনই এক সুরে অভিযোগ তুলেছেন— অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ন্যায্য সুযোগ দিচ্ছে না। গত দু’বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেও জাতীয় দলের সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন করুণ নায়ার ও নবদীপ সাইনি। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়ে ২০৫ রান করেছিলেন করুণ। কিন্তু তাতে নির্বাচক অজিত আগরকর সন্তুষ্ট হননি। ফলত পরের ওয়েস্ট ইন্ডিজ সফর কিংবা দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-দলে জায়গা পাননি তিনি। তবুও হার মানেননি করুণ। চলতি মরসুমে রঞ্জিতেও ছন্দে রয়েছেন কর্ণাটকের এই ব্যাটার। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেন ৭৩ রান, আর দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে ঝোড়ো ১৭৪ রানের ইনিংস। এত পারফরম্যান্সের পরও জাতীয় দলে ডাক না মেলায় মুখ খুললেন তিনি— “বাদ পড়ে হতাশ হয়েছি। গত দু’বছর ধরে আমি ধারাবাহিকভাবে রান করছি। একটা সিরিজ দেখেই আমাকে বাদ দেওয়া ঠিক হয়নি। আমার মনে হয়, আরও সুযোগ পাওয়া উচিত ছিল,” বলেন করুণ।

অন্যদিকে, চোটের পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেও জাতীয় দলের বাইরে রয়েছেন দিল্লির পেসার নবদীপ সাইনি। তাঁর মতে, এখন ভারতীয় দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভালো পারফর্ম করাই আসল মাপকাঠি।“কারও ভাল লাগুক বা না লাগুক, এখন ভারতীয় দলে খেলতে গেলে আইপিএলে পারফর্ম করতেই হবে। আমি চোটের কারণে আইপিএলে খেলতে পারিনি, তারই খেসারত দিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে যতই ভালো খেলি, আইপিএলে না খেললে সুযোগ মেলে না— এটাই এখন অলিখিত নিয়ম,” বলেন নবদীপ।

করুণ বা নবদীপ— কেউ নাম না নিলেও তাঁদের বক্তব্যের নিশানায় যে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর, তা স্পষ্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই আগরকরের দল নির্বাচনের নীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। শ্রেয়স আয়ারকে এশিয়া কাপে না রাখা, সরফরাজ খানকে বারবার উপেক্ষা করে সাই সুদর্শনকে সুযোগ দেওয়া, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ বা অংশুল কম্বোজদের অন্তর্ভুক্তি— সব কিছু নিয়েই ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে। তবুও আশাবাদী করুণ নায়ার। নিজের পারফরম্যান্স দিয়ে দলে ফেরার লড়াইয়ে অবিচল তিনি। “আমার কাজ রান করা। সেই কাজটাই করছি। দেশের হয়ে আবার খেলতে চাই, সেই লক্ষ্যেই পরিশ্রম করছি,” বলেন করুণ, যিনি এবার কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে নতুনভাবে শুরু করেছেন। একদিকে নির্বাচকদের নীতি নিয়ে বিতর্ক, অন্যদিকে উপেক্ষিত প্রতিভাদের ক্ষোভ— ভারতীয় ক্রিকেটে এখন এক অঘোষিত টানাপোড়েন চলছে। প্রশ্ন উঠছে— আইপিএল কি তবে জাতীয় দলের দরজা খুলে দেওয়ার একমাত্র পথ হয়ে গেল?