নিজস্ব সংবাদদাতা : রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন বিশ্বকাপজয়ী বঙ্গ তনয়া রিচা ঘোষ। মুখ্যমন্ত্রী ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানেই রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। এবার তিনি কাজে যোগ দিলেন। রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘মহিলাদের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদা র্যাঙ্কে যোগ দিয়েছেন বুধবার।

শিলিগুড়ি কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) পদে যোগ দিলেন রিচা।’ এক্স হ্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘রাজ্য পুলিশের পরিবারে রিচাকে স্বাগত। রইল একগুচ্ছ শুভেচ্ছা ও অভিনন্দন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২২ বছর বয়সি রিচা ঘোষ ভারতীয় ক্রিকেট দলকে ২০২৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন রিচার জন্য গত ৮ নভেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে রিচা ঘোষকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে নিয়োগ করা হয়।