Skip to content

মাঝ আকাশে ঝড়বৃষ্টির কবলে 6E2142 ইন্ডিগোর বিমান!

নিজস্ব সংবাদদাতা :  বুধবার সন্ধ্যায় ২২৭ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর 6E2142 বিমানটি। কিন্তু গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছতেই শুরু হয় তুমুল শিলাবৃষ্টি। বিমানের গায়ে অবিরামভাবে শিলাবৃষ্টি আঘাত করতে থাকায় প্রচন্ড কাঁপতে থাকে সেটি। পরিস্থিতি খারাপ দেখে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা ঘোষণা করেন। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ উড়ানটি। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিমানের ভেতরে থাকা এক যাত্রী সেই ভিডিও করেছেন। যাতে দেখা যাচ্ছে, শিলাবৃষ্টির আঘাতে প্রবলভাবে কাঁপছে গোটা কেবিন। চারদিন থেকে শোনা যাচ্ছিল যাত্রীদের আতঙ্কের চিৎকার, কান্না। আর বুধবার ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের কাশ্মীরগামী ৫ সদস্যের প্রতিনিধিদলও। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, যাত্রীদের রক্ষা করতেই পাকিস্তানের আকাশসীমায় ঢোকার অনুমতি চেয়েছিলেন ইন্ডিগোর পাইলট। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু পাকিস্তান সাফ না করে দেয়। শিলাবৃষ্টিতে বিমানের সামনের ছুঁচলো অংশ ভেঙে যায়। ওই অবস্থাতেও বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখে শ্রীনগরে পৌঁছয় বিমানটি। সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) ইন্ডিগোর ফ্লাইট 6E2142-এর ঘটনাটি তদন্ত করছে, যা তীব্র অস্থিরতার সম্মুখীন হয়েছিল।

Latest