নিজস্ব সংবাদদাতা : প্রথম পর্যায়ে এই ক্যাম্পাসে একসাথে কাজ করতে পারবে ৩০০০+ তথ্যপ্রযুক্তি কর্মী।পরবর্তী পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে ৫০ একরের এই ক্যাম্পাসে ১০০০০+ কর্মী কাজ করতে পারবে।এছাড়াও ক্যাম্পাসটি উদ্বোধনের ফলে কাজের সুযোগ হচ্ছে প্রায় ৩১০০ যুবক যুবতীর। এই প্রকল্পের পেছনে কোম্পানি মোট প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা যায়।হিডকোর এক কর্তা বলেন, ‘খুব শীঘ্রই ওঁরা ক্যাম্পাস চালু হয়েছে ,আমরা সেই মতো ক্যাম্পাসের বাইরে সার্ভিস রোড, নিকাশি নালা, স্ট্রিট লাইট--সব কিছুর ব্যবস্থা করেছি। পুলিশকে বলা হয়েছে ক্যাম্পাসের সামনে যে সারিবদ্ধ ট্রাকের লাইন থাকে, তা সরাতে।
দেখে নেওয়া যাক ইনফোসিস ক্যাম্পাসের কিছু ছবি :