Skip to content

iPhone তৈরিতে ভারতে হাজার কোটির বেশি বিনিয়োগ ফক্সকনের!

নিজস্ব প্রতিবেদন : চিন থেকে ধীরে ধীরে ব্যবসা গোটাচ্ছে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল। বেজিং ছেড়ে সেই বিনিয়োগ হু হু করে আসতে শুরু করেছে ভারতে। এই আবহে এবার এদেশে লগ্নির বড় ঘোষণা করল আইফোন তৈরির বরাতপ্রাপ্ত সংস্থা ফক্সকন। শুধু তাই নয়, আগামী বছরের গোড়ায় দক্ষিণ ভারতে অ্যাপেলের মোবাইল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে তাওয়ানের কোম্পানি। যা চিনের আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।সূত্রের খবর, নতুন বছরে কর্নাটকে বিপুল বিনিয়োগ করবে আইফোনের বরাাতপ্রাপ্ত সংস্থা ফক্সকন। এই লগ্নির পরিমাণ 1.67 বিলিয়ান মার্কিন ডলার বলে জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা 139.11 বিলিয়ান টাকা। কর্নাটক সরকারের দাবি, আগামী এপ্রিলের মধ্যেই উৎপাদন শুরু করতে চাইছে তাইওয়ানের কোম্পানি। সেই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে।কর্নাটক প্রশাসনের এক পদস্থ আধিকারিকের কথায়, তাইওয়ানের কোম্পানির বিনিয়োগের জেরে 50 হাজার সরাসরি কর্মসংস্থান হবে। ফক্সকনের প্রথম প্রকল্পে চাকরি পাবেন 12 হাজার জন। দ্বিতীয় প্রকল্পটির জন্য অতিরিক্ত 2000 বিলিয়ান টাকা বিনিয়োগ করবে ওই সংস্থা। সেখানে আরও এক হাজার জনের কর্মসংস্থান হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Latest