Skip to content

সন্ধ্যায় নবান্নে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি, একান্তে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে!

কলকাতা, নিজস্ব প্রতিবেদন: সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্তে বৈঠক করলেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে। মিনিট ২০-র  বৈঠকের পরে বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন,‘‘প্রশাসন টাকা খরচ করছে না। আর শাসকদলের লোকজন প্রচার করছে, নওশাদ কোনও কাজ করছে না।’’ এদিন মূলত ভাঙড়ের বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। ISF বিধায়কের অভিযোগ,যথাযথ ভাবে খরচ করা হচ্ছে না তাঁর বিধায়ক তহবিলের টাকা। তাঁর দাবি ভাঙড়-১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতি বিধায়ক তহবিলের টাকা খরচ না-করে ফেলে রেখেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি তার ফলে ভাঙড়ের জনতার মধ্যে ISF বিধায়ক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যদিও বৈঠকের পরে ISF বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। কিন্তু বৈঠকের পরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে শুধুই ভাঙড় নিয়ে আলোচনা হল না কি আরও কিছু কথা হয়েছে। ISF বিধায়ক শেষে আরও বলেন, ‘‘এর পরও যদি বিধায়ক তহবিলের টাকা প্রশাসন খরচ না-করে তা হলে আমি বাড়ি থেকে তিন কোটি টাকা এনে এলাকা উন্নয়নের কাজ করব।’’

Latest