ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : ভোট পরিদর্শনে বেরিয়ে হামলার মুখে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে গড়বেতার মোগলাবেড়িয়ায় গ্রামের ১৯৮ ও ২০০ নম্বর বুথে।গড়বেতার মোগলাবেড়িয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়।