নিজস্ব সংবাদদাতা : সেনা ও সিআরপিএফের যৌথ অভিযানে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে অস্ত্রশস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাঁরা জঙ্গিদের সহযোগী হিসাবে কাজ করতেন।শোপিয়ানের ডিকে পোড়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ৩৪আরআর এসওজি শোপিয়ান এবং সিআরপিএফ ১৭৮ ব্যাটালিয়নের যৌথ অভিযানে দুই সন্ত্রাসী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।যৌথ বাহিনীর অপারেশনে দু'টি পিস্তল, চারটি গ্রেনেড, ৪৩ টি লাইভ রাউন্ড সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে। এই দুই ধৃতের সঙ্গে কোন কোন জঙ্গির যোগ ছিল? এরা ঠিক কী কী কাজ করত, তা নিয়ে আরও তদন্ত চলবে বলে জানা যাচ্ছে।

