Skip to content

জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ব্রিজে ২৫ টনের ওপর ট্রাক চলাচল করার দাবিতে থালা বাটি বাজিয়ে পথে নামে ট্রাক মালিকরা। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে রাস্তায় ট্রাক মালিকরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিতে থালা বাটি বাজিয়ে নামতে হয়েছে। এমনই চিত্র দেখা গেল মেদিনীপুরে।মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান।"এক শ্রেনীর পুলিশ প্রশাসন এবং ভূমি দপ্তরের লোকেদের জন্য ব্যবসা বন্ধ হতে যেতে বসেছে আমাদের। তাই আমরা থালা বাটি নিয়ে আন্দোলনে নেমেছি,এবার আমরা ভূখ হরতাল"করব ঠিক এভাবেই হুমকি দিয়ে আন্দোলনে নামলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জেলাশাসকের দপ্তরে বিক্ষোভের পাশাপাশি দেওয়া হলো ডেপুটেশন।

Latest