Skip to content

রাজ্য প্যারাগেমস ২০২৫ এ দৌড় প্রতিযোগিতায় সাফল্য পেলেন ঝাড়গ্রামের ছেলে বুধরায় হেমব্রম!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার সল্টলেক মাঠে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য প্যারাগেমস ২০২৫ এ দৌড় প্রতিযোগিতায় সাফল্য পেলেন ঝাড়গ্রাম বিনপুরের বরাগুলি গ্রামের ২৩ বছরের যুবক বুধরায় হেমব্রম৷ লক্ষ্য কমবেশি এক হলেও ওদের উঠে আসার প্রেক্ষাপট প্রতিকূলতায় ভরা ৷ অর্থকষ্ট তার নিত্যসঙ্গী ৷

একইসঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে ৷ জানা গিয়েছে, গত রবিবার ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দু'টিতেই তৃতীয় হয়েছেন। দু'টি ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। সে ভাবে কোনওদিনই খেলাধূলার তেমন কোনও প্রশিক্ষণ পাননি তিনি। ঝাড়গ্রামের বাসিন্দা জাতীয়ন্তরের প্যারা অ্যাথলেটিক সুমন্ত মুর্মু বুধরায়কে প্রশিক্ষণ দিয়েছেন।সুমন্ত মুর্মু বলেন, "বুধরায়ের সফল্যে আমরা উচ্ছ্বাসিত। আগামী দিনের জাতীয় স্তরে খেলোয়াড় হিসেবে তাঁকে গড়ে তোলা হবে ৷ সবমিলিয়ে প্রতিভার অভাব নেই। তবে রয়েছে পরিকাঠামোর অভাব এবং আর্থিক প্রতিকূলতা ৷ সে সব উপেক্ষা করেই স্বপ্নপূরণের দৌড় তার ৷

Latest