নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর সোমবার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া এলাকায়।রের ভিতর উদ্ধার হল মা এবং সাড়ে তিন বছরের ছেলের দেহ। একই সিলিং ফ্যানের সঙ্গে মা ও ছেলেকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। বেলিয়াবেড়া থানার তপসিয়া অঞ্চলের পাইকআম্বী গ্রামের বাসিন্দা ছিলেন বছর ২৫-এর শিবানী দেহুরী। স্বামী মৃত্যুঞ্জয় দেহুরী অনলাইন প্রোডাক্ট ডেলিভারির কাজ করেন। একই বাড়িতে থাকেন মৃত্যুঞ্জয়ের ছোট ভাই, তাঁর স্ত্রী ও বাবা-মা। কাজে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় ও তাঁর ভাই। শিবানীর শ্বশুর, শ্বাশুড়ি জমিতে চাষের কাজে গিয়েছিলেন। এদিনও শিবানী বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর সন্তানকে নিয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করেছিলেন। ছেলেকে ঘরে ঘুম পাড়ানো হয় বলে কেউ কোনও সন্দেহ করেননি। কিন্তু দুপুর হয়ে গেলেও ওই ঘরের দরজা খোলা হয়নি বলে খবর। দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মা ও একরত্তি ঝুলছে। পুলিশে খবর দেওয়া হয়। বেলিয়াবেড়া থানার পুলিশ দুটি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঝাড়গ্রামে একই ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার!
