Skip to content

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা :জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম জেলার মানুষকে আইনি সচেতন এবং আইনি সহায়তা দেওয়ার জন্য পুরো জেলা জুড়ে নানান কর্মসূচি পালন করছেন । সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য জেলার প্রতিটি ব্লকে এবং প্রতিটি থানায় একজন করে "অধিকার মিত্র" আছেন।২২শে এপ্রিল মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লকের বলদী নিগমানন্দ হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বাল্য বিবাহ, পকশো, শিশু শ্রম, সাইবার ক্রাইম, ট্রাফিক আইন সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন এবং বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্বন্ধে অবগত করেন ব্লকের অধিকারি রীতা দাস দত্ত । উপস্থিত ছাত্র ছাত্রী দের সর্বদা পাশে থাকার বার্তা দেন রীতা দাস দত্ত। ঊনি বলেন ছাত্র ছাত্রী সহ ওদের পরিবারের যেকোনো আইনি সমস্যার সমাধানের জন্য আমরা প্রতিজ্ঞা বদ্ধ। শিবিরে উপস্থিত দশম শ্রেণীর ছাত্র রূপম মুদলি জানায় অনেক অজানা জিনিস জানলাম, এসব আমাদের খুবই কাজে লাগবে।স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার সিং জানান স্কুলের ছাত্র ছাত্রী সহ সমাজ আইনি সচেতন হোক, অপরাধ বিহীন সুস্হ সমাজ গড়ে উঠুক।

Latest