নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। শুক্রবার ২৩শে মে ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোপীবল্লভ পুর বাজার এলাকায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো,রক্ত সংগ্রহের পরিকাঠামো যুক্ত ভ্রাম্যমাণ এসি বাসের মধ্যে শিবির টি অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের দাবদাহকে দূরে ঠেলে বেশ কয়েকজন মহিলা সহ মোট চুয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির পরিচালনা করেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত রক্তদাতা, সদস্য-সদস্যা ও সহযোগীদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য গত রবিবার ১৮ই মে এই ভ্রাম্যমাণ এসি বাসটির মধ্যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে।