Skip to content

জঞ্জাল সাফাই কর বিতর্ক!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : নতুন বছরে জঞ্জাল সাফাইয়ের কর বসানোর সিদ্ধান্ত নিয়েছিল খড়্গপুর পুরসভা। সেই কর চালুর আগে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন কাউন্সিলররা। লিস্ট অনুযায়ী, কর বসানোর জন্য ৩০ ধরনের দোকানকে চিহ্নিত করা হয়েছে। খড়্গপুর শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, লজ, পান-চায়ের গুমটি দোকান রয়েছে ওই লিস্টে। ওই সকল ব্যবসায়ীর কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হবে। পুরএলাকার বসতবাড়িগুলি থেকেও নেওয়া হবে জঞ্জাল সাফাই কর। লিস্ট সামনে আসতেই চেয়ারম্যানের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন দলের কাউন্সিলরদের একাংশ। তাঁদের অভিযোগ, বোর্ড মিটিংয়ে কোনও আলোচনা ও সিদ্ধান্ত না করেই কর আদায়ের কাজ শুরু করতে চলেছে পুরসভা। তাঁদের মতে, এই কর মানুষের উপর নতুন বোঝা ছাড়া আর কিছুই নয়। একই সঙ্গে জঞ্জাল সাফাই কর নিয়ে সরব হয়েছেন খড়্গপুর এলাকার মানুষ ও ব্যবসায়ীরা।

Latest