নিজস্ব সংবাদদাতা : কলকাতার এসএসসি ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকদের তুমুল বিক্ষোভ।চাকরিহারা শিক্ষকদের দাবি, যদি একজন যোগ্যেরও চাকরি যায় তাহলে রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। আমাদের চাকরি গিয়েছে সরকারের দুর্নীতির জন্য। আমাদের গুলি করে মেরে ফেলুক। যতক্ষণ না ফল মিলছে আমরা যাব না। ২কোটি টাকা ক্ষতিপূরণ দিন। দাবি চাকরিহারা শিক্ষকদের।ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, এসএসসি ভুলের জন্য কেন আমাদের দায় নিতে হবে? হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে বলতে পারত এসএসসি। কিন্তু সেটা না বলে কেন আমাদের পথে বসাল ওরা? এসএসসি ভবনের সামনে বসে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তবুও তারা সেখান থেকে উঠতে চাননি। তারা শিক্ষামন্ত্রী ও এসএসসির চেয়ারম্যানের পদত্য়াগের দাবি তোলেন। তাদের দাবি সারা রাত বসে থাকব। রাতের পর রাত আমরা রাত জেগে পড়াশোনা করে একটা চাকরি পেয়েছিলাম। কিন্তু সেই চাকরি করার কিছুদিন পরে জানতে পারলাম আমাদের চাকরি নেই।