Skip to content

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ভোট-প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ মেদিনীপুর শহরের বড়তলা কালীমন্দিরে পূজো দিয়ে প্রচারে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের সাথে কথা বলেন, হাত জোড়ো করে নমস্কার করে সৌজন্য বিনিময় করেন৷ সেই সঙ্গে ওই এলাকায় জুন মালিয়ার নির্বাচনী প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ প্রায় ৭০ ফুটের তৃণমূল যুব কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে মিছিল করতে দেখা যায় দলীয় যুব কর্মীদের যার নেতৃত্বে শহর তৃণমূল যুব কংগ্রেসের আবীর আগরওয়াল ।যেভাবে মানুষের ভিড় ছিল বুধবার তা দেখে খুশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া৷ তিনি বলেন আমাকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ৷ আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের পাশে আরও ভালোভাবে থাকতে পারি ও আপনাদের সঙ্গে নিয়ে এলাকার যেন আরো উন্নয়ন করতে পারি৷ তাই রাজ্য সরকারের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন৷

0:00
/0:41

অন্য দিকে জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার করে বিতর্কে জড়ালেন৷ এ ব্যাপারে জুন মালিয়াকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এই বিষয়ে তার জানা নেই, তিনি বলেন, দলের মহিলা কর্মীদেরকে অনুরোধ করবো এইগুলো শিশুদের হাত থেকে তুলে নেওয়ার জন্য।

Latest